ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার ৪ এপ্রিলের সুখ-দুঃখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, এপ্রিল ৪, ২০১৬
পূর্ণিমার ৪ এপ্রিলের সুখ-দুঃখ

গুনে গুনে ঠিক দুই বছর আগের কথা। ২০১৪ সালের ৪ এপ্রিল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শহীদুল ইসলাম খোকনের ফ্রেন্ডলিস্টে যুক্ত হন চিত্রনায়িকা পূর্ণিমা।

কাকতালীয় হলেও সত্যি, ৪ এপ্রিলেই গুণী এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুর খবর পেলেন তিনি।

ফেসবুকে নির্দিষ্ট কোনো দিনে নতুন কেউ ফ্রেন্ডলিস্টে অন্তর্ভুক্ত হলে কিংবা উল্লেখযোগ্য ঘটনা থাকলে মেমোরির নোটিফিকেশন আসে। খোকনের সঙ্গে ২০১৪ সালের ৪ এপ্রিল বন্ধু হওয়ার স্মৃতিময় ঘটনার মেমোরি স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেছেন পূর্ণিমা।

খোকনের পরিচালনায় ‘যোদ্ধা’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন পূর্ণিমা। সে সময় প্রয়াত গোলাম ফারুকের সম্পাদনায় আনন্দভুবন ম্যাগাজিনে দু’জনকে নিয়ে প্রচ্ছদ হয়। এর শিরোনাম ছিলো ‘সহযোদ্ধা’। তাই জনপ্রিয় এই অভিনেত্রী প্রচ্ছদটি শেয়ার করে লিখেছেন, ‘সহযোদ্ধা আর নেই। শান্তিতে থাকুন শহীদুল ইসলাম খোকন। ’

যে তারিখে খোকনকে ফেসবুকে পেলেন, সেই তারিখেই তাকে হারানোর খবর এলো। তাই ৪ এপ্রিল হয়ে থাকলো পূর্ণিমার জন্য সুখেরও, দুঃখেরও।

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।