ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘মৃত্যু সংবাদ শুনে চোখে একফোঁটাও পানি আসেনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, এপ্রিল ৪, ২০১৬
‘মৃত্যু সংবাদ শুনে চোখে একফোঁটাও পানি আসেনি’ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশিষ্ট পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুসংবাদ পেয়ে কাঁদেননি অভিনেতা ওমর সানি। সকালে খোকনের মৃত্যুসংবাদ জানিয়ে ফোন করেছিলেন একজন।

সানি তখন ঘুমুচ্ছিলেন। তিনি বলেন, ‘খোকন ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে আমার এক ফোটাও চোখের পানি আসেনি। আসছে এখন। ’ এই বলে কেঁদে ফেললেন ওমর সানি।  

সোমবার সকালে (৪ এপ্রিল) দীর্ঘ  রোগ ভোগের পর দেহান্তর হলো গুণী এই নির্মাতার। কোনো চিকিৎসায়ই তার সুস্থ হওয়ার সম্ভাবনা ছিলো না। এ অবস্থায় মৃত্যুপথযাত্রী হয়ে দীর্ঘদিন কষ্ট করেছেন খোকন। যন্ত্রণাদায়ক বেঁচে থাকার চেয়ে মৃত্যুই যেন কাম্য হয়ে উঠেছিলো তার ও তার পরিবারের জন্য।

সকালে খোকনের পরিবারকে সান্ত্বনা দিতে তার উত্তরার বাসায় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি।

ওমর সানি বলেন, ‘আমার পরিবার সব সময় তার পাশে ছিলো। দুই বছর ধরে তিনি কষ্ট করেছেন। তিন মাস কোমায় ছিলেন। মৃত্যু অনেক সময় মুক্তি নিয়ে আসে। আমাদের খোকন ভাইয়ের মুক্তি মিলেছে। আমার বিশ্বাস তিনি যেখানেই যান না কেন ভালো থাকবেন। ’

ওমর সানি জানান, তার স্ত্রী মৌসুমীর অধিকাংশ ছবির নির্মাতা খোকন। কিন্তু খোকনের কোনো ছবিতে অভিনেতা হিসেবে পাওয়া যায়নি সানিকে। তিনি বলেন, ‘তার কোনো ছবিতে অভিনয় করা হয়নি। এটা এখন আফসোস হয়। তার মতো গুণী পরিচালক আর আসবেন না। ’

ওমর সানি আরও বলেন, ‘স্টার কী জিনিস উনি দেখিয়েছেন। একজন ডিরেক্টর কীভাবে স্টার হয় উনি সেটা দেখিয়েছেন। উনি আমার বড় ভাই ছিলেন। বাংলা চলচ্চিত্রের দর্শক তাকে চিরদিন মনে রাখবেন। ’

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।