ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

ফিরছেন নৃত্যশিল্পী মৌ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ফিরছেন নৃত্যশিল্পী মৌ সাদিয়া ইসলাম মৌ/ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত সাদিয়া ইসলাম মৌ। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে তিনি হাজির হচ্ছেন সেই পরিচয়ে।

নতুন টিভিসিতে মৌকে নাচতে দেখবেন ভক্তরা।

এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর চেনা বলয়ে ফিরছেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। দুই বছরে টিভি নাটকে অভিনয় করলেও টিভিসিতে তিনি ছিলেন অনুপস্থিত।

১৭ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণে অংশ নেন মৌ। জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করেছেন তৌহিদ মিটুল ও রেবেকা সুলতানা বিন্তি। এতে মৌ-এর সঙ্গে আছেন রাসেল আহমেদ।

নির্মাতাসূত্রে জানা গেছে, ডেকো স্টিক নুডুলসের জন্য জিঙ্গেলটি তৈরি করেছেন সন্ধি। ‘হাত ধরেছে বৃষ্টির ফোঁটা, আজকে এলো খুশির দিন’ এমন কথার গানের সঙ্গে নেচেছেন মৌ।

জানা যায়, ফিল্ম সপের প্রযোজনায় বিজ্ঞাপনচিত্রটি অচিরেই প্রচার হবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।