ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

কিং খানের এ কেমন আজব ভক্ত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কিং খানের এ কেমন আজব ভক্ত? শাহরুখ খান

পছন্দের তারকাদের সঙ্গে ভক্তরা নানা রকম পাগলামি করে থাকে। তাই বলে এমন আজব কাণ্ড কেউ করে? অটোগ্রাফ অথবা কোনো ছবি নয় বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতে গোসল করতে ঢুকেছিলেন তার এক অন্ধ ভক্ত।

‘ফ্যান’-এর গান প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে তার ভক্তের এই পাগলামির কথা নিজেই জানিয়েছেন শাহরুখ।

কিং খান আরও বলেন, ‘এক রাতে ওই ব্যক্তি আমার বাড়িতে প্রবেশ করেন, এরপর পোশাক খুলে আমার সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করেন। যখন নিরাপত্তাকর্মীরা তাকে ধরে তার পরিচয় জিজ্ঞাসা করেন তখন তিনি জানান, তিনি কিছু চান না শুধু শাহরুখ যে সুইমিং পুলে গোসল করেন সেখানে গোসল করতে চান। ’

৫০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আমার কাছে বিষয়টি অনেক মজার লেগেছে। এরপর আমি নিচে নেমে এসে তাকে জড়িয়ে ধরি। তবে মজার ব্যাপার হলো-তিনি আমার কাছে কোনো অটোগ্রাফ বা ছবি চাননি। ’

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘ফ্যান’ ছবির প্রচারণার পাশাপাশি ‘রায়ীস’-এর দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ‘ফ্যান’।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।