ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

অমিতাভের ১৭ নম্বর গাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
অমিতাভের ১৭ নম্বর গাড়ি

নতুন আরেকটি গাড়ি কিনলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি এরই মধ্যে বাড়িতে নিয়ে এসেছেন তিনি।

এ নিয়ে ১৭টি গাড়ি কেনা হলো তার।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অমিতাভ নিজেই এ খবর জানিয়েছেন। গাড়িটির সামনে দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবিও পোস্ট করেছেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা।

স্থিরচিত্রের ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘নতুন জিনিসের মালিক হলাম। এর সৌন্দর্য অন্যরকম। ভেতরে আকর্ষণীয় সব ফাংশন আছে!’

অমিতাভকে সর্বশেষ বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘ওয়াজির’ ছবিতে দেখা গেছে। সামনে মুক্তি পাবে তার অভিনীত ‘তিন’। এর দৃশ্যধারণ হয়েছে কলকাতায়। এটি প্রযোজনা করেছেন‌ ‌‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষ।

বাংলাদেশ সময় : ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।