ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

সানি লিওনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ফেব্রুয়ারি ১০, ২০১৬
সানি লিওনের বিরুদ্ধে মামলা

বলিউডে পা রাখার পর থেকে নানান বিতর্কে জড়িয়েছে একসময়ের পর্নো তারকা সানি লিওনের নাম। এবার মন্দিরের অভ্যন্তরে আপত্তিকরভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ কারণে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হলো।

দিল্লির আদর্শনগর থানায় অভিযোগ করেছেন অ্যাডভোকেট গৌরব গুলাটি। মিলাপ জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’ ছবিতে মন্দিরের ওই দৃশ্যে সানি লিওনের সঙ্গে ছিলেন বীর দাস। তাই মামলায় আছে তার নামও। এখন ঘটনার তদন্ত চলছে।

এদিকে ডানপন্থী কয়েকটি সংগঠন ‘মাস্তিজাদে’র প্রদর্শনীতে প্রতিবাদ জানিয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে ছবিটি ইন্টারনেটেও নিষিদ্ধ করার আহ্বান জানান ভারতীয় সেনা সদস্য সানমুখ রাও। এর কিছু দৃশ্য দায়িত্বরত সেনা কর্মকর্তাদের স্ত্রী ও মায়েদের মর্যাদাহানি করেছে বলে তার অভিযোগ। সেনাবাহিনীতে কর্মরত নারী ও পুরুষদের নিজ নিজ পরিবারের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে এ ছবিতে।

এর আগে মন্দিরের মতো বানানো সেটে জুতা পরে ‘বিগ বস নাইন’ অনুষ্ঠানের শুটিং করায় বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধেও মামলা করেন আইনজীবী গৌরব।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।