ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘পাখি’ আফ্রি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ফেব্রুয়ারি ৭, ২০১৬
‘পাখি’ আফ্রি!

‘স্বপ্ন যে তুই’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় এসেছেন আফ্রি। এখন অবশ্য বিজ্ঞাপন ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

নতুন একটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে। এর শিরোনাম ‘পাখি’।

গানটি রয়েছে ডেডলাইন মিউজিক থেকে প্রকাশিত ‘বলছি তোমায়’ নামে ফাহিম ইসলামের তৃতীয় একক অ্যালবামে। এটি তৈরি হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। এতে আফ্রির পাশাপাশি আছেন ফাহিমও। ভিডিওটি নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। ‘পাখি’র কথা লেখার পাশাপাশি সংগীতায়োজন করেছেন নোমান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে আফ্রি বাংলানিউজকে বললেন, ‘২০১২ সালে একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলাম। তিন বছর পর আবার কারও গানে কাজ করলাম। এবারের ভিডিওটি অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। ’

‘বলছি তোমায়’ বাজারে এসেছে ভারতের রাগা মিউজিক থেকেও। ১২টি গানে সাজানো এ অ্যালবামে ফাহিম গেয়েছেন কণা, নির্ঝর, নাওমী, অরিন, আর্নিক ও কলকাতার সংগীতশিল্পী সোমচন্দার সঙ্গে। সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, নমন ও জুয়েল মোর্শেদ।

বাংলাদেশ সময় : ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।