ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

অতিথি তিন অভিনেত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, ফেব্রুয়ারি ৬, ২০১৬
অতিথি তিন অভিনেত্রী (বাঁ থেকে) নাদিয়া নদী, শবনম ফারিয়া ও তাসনুভা এলভিন

ছোট পর্দার জনপ্রিয় তিন অভিনেত্রী নাদিয়া নদী, শবনম ফারিয়া ও তাসনুভা এলভিন একসঙ্গে অভিনয় করলেন। তিনজনেরই উপস্থিতি স্বল্প সময়ের।

অর্থাৎ অতিথি। ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাটক ‘শত ডানার প্রজাপতি’র শুরুতেই দেখা যাবে তাদেরকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) তিন অভিনেত্রীর দৃশ্যধারণ হয়েছে। এতে নদীর সঙ্গে তানিম, ফারিয়ার সঙ্গে শাওন আর এলভিনের সঙ্গে প্রেমের অভিনয় করছেন সৌভিক।

গল্পটা শুরু হবে এ তিন প্রেমিক জুটিকে নিয়ে। ভালোবাসা কী এ নিয়ে বিতর্ক হয় তাদের মধ্যে। এরপর সামনে আসে সুকন্যা নামের একটি মেয়ের সঙ্গে এক তরুণের ভালোবাসা। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও  ফারহান আহমেদ জোভান। নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ। এটি প্রচার হবে বাংলাভিশনে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।