ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

এইতো চাঁদের কণা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, ফেব্রুয়ারি ৪, ২০১৬
এইতো চাঁদের কণা! কনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবামে এর আগে গেয়েছেন কানিজ সুবর্ণা ও রমা। এবার যুক্ত হয়েছেন কনা।

নারী শিল্পীদের গান দিয়ে সাজানো হচ্ছে পুরো অ্যালবামটি। কনার গাওয়া গানটির শিরোনাম ‘চাঁদের কণা’।

জনপ্রিয় গায়িকা কনা বলেছেন, ‘নিজের নামের সঙ্গে মিলিয়ে গান, বিষয়টি বেশ মজার। তাছাড়া ডিজে রাহাতের কাজ ভালো লাগে। আশা করছি গানটি সবার ভালো লাগবে। ’

‘চাঁদের কণা’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর করেছেন মীর মাসুম। ‘ডিজে রাহাত উইথ স্টারস’ সংশ্লিষ্টরা জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। এরপর অনলাইন ওবিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

আসছে পহেলা বৈশাখে সিডি আকারে বাজারে আসবে অ্যালবামটি। এতে যুক্ত হবেন আরও কয়েকজন গায়িকা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।