ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

দেহরক্ষীর বিয়েতে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ৮, ২০১৫
দেহরক্ষীর বিয়েতে ঐশ্বরিয়া

ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখার বেলায় ঐশ্বরিয়া রাই বচ্চনের জুড়ি নেই। পারিবারিক কোনো ব্যাপারে নিজের দায়িত্বে কখনও অবহেলা করেন না তিনি।

শুধু পরিবার নয়, নিজের কর্মচারিদের সঙ্গেও মিশুক বলিউডের এই অভিনেত্রী।

তাই দেহরক্ষী শিবরাজের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে তা প্রমাণ করলেন ঐশ্বরিয়া। গত ৬ ডিসেম্বর লাল রঙা শাড়ি পরে এসেছিলেন তিনি। কনে ও অন্য অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন অ্যাশ। ৪২ বছর বয়সী এই তারকার এই সামাজিকতা মুগ্ধ করেছে সবাইকে।

ঐশ্বরিয়া এখন করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির কাজে ব্যস্ত। এ বছর সঞ্জয় গুপ্তর ‘জাজবা’র মাধ্যমে পাঁচ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন তিনি। কন্যাসন্তান আরাধ্যর জন্মের জন্য বিরতি নিয়েছিলেন বচ্চন বধূ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।