ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানের সঙ্গে প্রেমের দৃশ্য উপভোগ করি: সোনম ক‍াপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, সেপ্টেম্বর ১৯, ২০১৫
সালমানের সঙ্গে প্রেমের দৃশ্য উপভোগ করি: সোনম ক‍াপুর সোনম কাপুর

সালমান খানের সঙ্গে ‘রোমান্স’ উপভোগ করেন, এমনটা নিজেই জানিয়েছেন সোনম কপূর। তবে তা বাস্তবে নয়, পর্দায়।

সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’তে দেখা যাবে তাদের এই রোম্যান্স। এই ছবিতে জুটি বেঁধেছেন স‍ালমান খান ও সোনম কাপুর।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবিটির দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘আমার মনে হয় রোমান্স সিকুয়েন্সে সালমান অসাধারণ। তার রোমান্টিক ছবি আমার ভালো লাগে। আর স‍ালমানের জন্যই আমি এই ছবিটা করছি। ’

শুধ‍ু সহ-শিল্পী নয়, পাশাপাশি পরিচালক সুরজ বরজাতিয়ার প্রশংসায় পঞ্চমুখ সোনম। তিনি জানিয়েছেন, ‘সুরজ সব সময়ই ছবির মাধ্যমে গোটা পরিবারের ইমোশনকে রিলেট করাতে পারেন। ’

ছবিতে সালমান খানের চরিত্রের নাম প্রেম। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন নীল নীতিন মুকেশ। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।