ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

বিরাটের প্রেমে আলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিরাটের প্রেমে আলিয়া? বিরাট কোহলি ও আলিয়া ভাট

বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্কের কথা সকলেই জানে। তবে এবার বোধহয় ভারতের এই ক্রিকেটারকে মন দিলেন বলিউডের আরও এক সুন্দরী আলিয়া ভাট।

বলিউড মহলে এখন এ নিয়েই চলছে জোর গুঞ্জন।

বিরাটের রূপে-গুণে মুগ্ধ ২২ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি জানান, ‘বিরাট একজন সেনসেশনাল পারফরমার। তাকে দেখে আমি মুগ্ধ। তার ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ। ’
 
তিনি আরও জানান, ‘দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তাকে দেখে অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালোই সামলায়!’

তবে বিরাটকে দেখে আলিয়া কখনও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও কিছু বলেননি ‘বিরুষ্কা’ জুটি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।