ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

শহিদের ঘরণী থেকে নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ১২, ২০১৫
শহিদের ঘরণী থেকে নায়িকা শহিদ কাপুর ও মীরা রাজপুত

গুঞ্জন আর জল্পনাই সত্যি হচ্ছে। শহিদ কাপুরের সহধর্মিণী মীরা রাজপুত পা রাখছেন বলিউডে।

‘একে ভার্সাস এসকে’ নামের ছবিতে এই দম্পতিকে দেখা যাবে। তবে ২১ বছর বয়সী মীরার চরিত্রটির উপস্থিতি বেশিক্ষণের হবে না। পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

বিয়ের পর এটাই হবে শহিদের হাতে নেওয়া নতুন কোনো ছবি। গত ৭ জুলাই দিল্লির মেয়ে মীরাকে বিয়ে করেন শহিদ।

এদিকে শহিদ এখন ব্যস্ত তার নতুন ছবি ‘শানদার’-এর প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী আলিয়া ভাট। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।