ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

ফিরে হাসানের কণ্ঠে ‘আসলে না ফিরে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, সেপ্টেম্বর ১২, ২০১৫
ফিরে হাসানের কণ্ঠে ‘আসলে না ফিরে’ হাসান

অনেকদিন ধরেই হাসানের নতুন কোনো গান নেই। চার বছর পর তিনি আবার ফিরলেন নতুন গান নিয়ে।

ডিজে রাহাতে সংগীতায়োজনে ‘আসলে না ফিরে’ শিরোনামের নতুন গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি।

গায়েনবাড়ি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। হাসান বলছেন, ‘ডিজে রাহাত আমার খুব পছন্দের একজন। গানটি প্রথম শোনাতেই মনে হলো ভিন্ন রকম কিছু হয়েছে। শ্রোতারা এ ধরনের গানই এখন চাচ্ছেন। তাই গেয়ে ফেললাম। ’ তিনি আরও বলছেন, ‘চার বছর পর গানটি গেয়েছি। শ্রোতাদের এতোদিনের অপেক্ষা সফলভাবেই মিটবে এর মাধ্যমে। ’

ডিজে রাহাত বলছেন, ‘ছোটবেলা থেকেই আমি হাসান ভাইয়ের ভক্ত। তার সঙ্গে কাজ করার স্বপ্ন অনেক ছিলো। এবার সেটি পূরণ হয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করলে আমরা সার্থক হবো। ’

চলতি বছরের শেষ দিকে দেশসেরা শিল্পীদের নিয়ে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ হবে। এতে থাকবে গানটি। তার আগে আসবে এর মিউজিক ভিডিও। এতে হাসানের সঙ্গে থাকবেন ডিজে রাহাতও।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।