ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

‘রাজকাহিনী’র প্রথম গানে জয়ার দেখা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, সেপ্টেম্বর ১৯, ২০১৫
‘রাজকাহিনী’র প্রথম গানে জয়ার দেখা

একটা করুণ সুর কোরাস হয়ে ছড়িয়ে যাচ্ছে। ভেসে আসছে কবির সুমনের গম্ভীর কণ্ঠ, ‘অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী।

’ সুরের তালে তালে স্টুডিওতে বসে দুলছেন সৃজিত। সুমনের গানের শাখা-প্রশাখা বেয়ে দৃশ্যপট দৌড়ে সরে যায় ১৯৪৭-এ। একটা ফাঁকা মাঠ। বুক চিরে খানিকটা উঁচু পথ চলে গেছে। মাথায় বোঝা নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অসংখ্য নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু। পাশে দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে জয়া আহসান দাঁড়িয়ে।

১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’র প্রথম গান ইউটিউবে প্রকাশ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি বারোজন শিল্পী গেয়েছেন কবির সুমন, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্র, রূপম ইসলাম, বাবুল সুপ্রিয়, শ্রাবণী সেন, সিদ্ধার্থ শংকর রায়, শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, অন্বেষা ও ইন্দ্রদীপ দাশ গুপ্ত।

১৯৪৭ সালের দেশ ভাগ নিয়ে ‘রাজকাহিনী’র কাহিনী। এতে জয়া আহসান অভিনয় করেছেন। কলকাতার ছবিতে তার এটাই প্রথম না হলেও, সৃজিত মুখার্জী সঙ্গে এবারই প্রথম কাজ। আরও আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লিলি চক্রবর্তী, পার্নো মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সোহিনী সরকার, সায়নী ঘোষ, দিতিপ্রিয়া রায়, ঋদ্ধিমা ঘোষ, এনা সাহা, নাইজেল আকারা, রুদ্ধনীল ঘোষ, শাশ্বত চক্রবর্তী, কৌশিক সেন, রজতাভ দত্ত, আবীর, যিশু সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক সহ একঝাঁক অভিনয় শিল্পী।

১৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

গানটির ভিডিও লিংক-





বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।