ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, সেপ্টেম্বর ১০, ২০১৫
অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

প্রতি বছরের মতো এবারও ৮৮তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত ছবি আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। ২০১৪ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

তবে শর্ত হচ্ছে, ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে কমপক্ষে সাতদিন প্রদর্শিত হতে হবে।

মনোনয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে আছেন রবিন শামস।

চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদেরকে হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউ ইস্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফর্ম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।