ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

আবার আসছেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, সেপ্টেম্বর ১০, ২০১৫
আবার আসছেন সুস্মিতা সেন সুস্মিতা সেন

চার বছর আগে একবার এসেছিলেন, আবার ঢাকায় আসছেন সুস্মিতা সেন। আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি ফ্যাশন শোতে মূল শো-স্টপার হিসেবে থাকবেন বলিউডের এই অভিনেত্রী।

অনুষ্ঠানটি হবে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওইদিনই মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সুস্মিতা। সাবেক মিস ইউনিভার্সকে নিয়ে আসছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

এর আগে ২০১১ সালে বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুটি শো’রুম উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন সুস্মিতা। সম্প্রতি তিনি ওপার বাংলার ছবি সৃজিত মুখার্জি পরিচালিত ‘নির্বাক’-এ অভিনয় করেছেন। এটাই তার প্রথম বাংলা ছবি।

সুস্মিতা সেন হিন্দি ছবির তালিকায় উল্লেখযোগ্য- ‘সির্ফ তুম’, ‘ম্যায় হু না’, ‘বিবি নাম্বার ওয়ান’, 'ম্যায়নে পিয়ার কিউ কিয়া’, ‘দুলহা মিল গ্যায়া’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।