ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে ইমরানের সাতটি গানের ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৬, সেপ্টেম্বর ১০, ২০১৫
একসঙ্গে ইমরানের সাতটি গানের ভিডিও ইমরান

রোজার ঈদে সংগীতা থেকে বেরিয়েছে ইমরানের তৃতীয় একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’। এর শিরোনাম-সংগীতের ভিডিও বেরিয়েছে তারও আগে।

‘ফিরে আসো না’ শিরোনামের গানেরও স্টুডিও ভিডিও ইউটিউবে ছেড়েছিলেন তিনি। এবার এই অ্যালবামের সাতটি গানের ভিডিও তৈরি হলো একসঙ্গে।

গানগুলো হলো ‘বলতে বলতে চলতে চলতে’, ‘তোকে ভাবছি’, ‘খেলাঘর’, ‘আমি নেই আমাতে’, ‘তুই তো দেখিস না’, ‘বর্ষা চোখ’ এবং ‘বলবো তোকে আজ’। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ইউটিউবে এগুলো ছাড়া হয়েছে।

ইমরান বাংলানিউজকে বললেন, ‘আমার এ অ্যালবামে ১৪টি গান আছে। এর মধ্যে যেগুলো নিয়ে তুলনামূলকভাবে বেশি সাড়া পেয়েছি, সেগুলোর ভিডিও তৈরি করা হয়েছে। পুরো পরিকল্পনা সংগীতার। ভিডিওগুলোতে এমটিভি কোক স্টুডিওর আমেজ খুঁজে পাবেন দর্শক-শ্রোতারা। ’

রাজধানীর কল্যাণপুরে সেট সাজিয়ে মিউজিক ভিডিওগুলোর চিত্রায়ন হয়েছে গত ৭ আগস্ট। নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। প্রতিষ্ঠানটি এগুলো ডিভিডি আকারে বাজারে ছাড়বে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।