ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

কারিনার মুখে প্রিয়াঙ্কার বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ৮, ২০১৫
কারিনার মুখে প্রিয়াঙ্কার বন্দনা (বাঁ থেকে) প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খান

বলিউডে নিজের জায়গাটা পাকাপোক্ত করার পর আর ইঁদুর দৌড়ে গা ভাসাননি কারিনা কাপুর খান। এজন্যই বলিউডে ইদানীংকালে জীবনী নির্ভর ছবির যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে শামিল হননি তিনি।

অবশ্য সমসাময়িকদের মধ্যে বাস্তব চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়ার ভূয়সী প্রশংসা করলেন বেবো (কারিনার ডাকনাম)।

‘মেরি কম’ ছবিতে মুষ্টিযোদ্ধ মেরি কমের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ৩৪ বছর বয়সী কারিনার মন্তব্য, অন্য কেউই প্রিয়াঙ্কার মতো এমন নিখুঁত আর মনকাড়া নৈপুন্য দেখাতে পারতো না এ চরিত্রে। ভারতীয় একটি পত্রিকার সঙ্গে এক আলোচনায় ৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কারিনা।

কারিনা ও প্রিয়াঙ্কা একবারই একসঙ্গে অভিনয় করেছেন। ১১ বছর আগে ‘এইতরাজ' ছবিতে দু’জনকে দেখা গেছে এক ফ্রেমে। আব্বাস-মাস্তানের পরিচালনায় এতে দু’জনেরই বিপরীতে ছিলেন অক্ষয় কুমার।

বাংলাদেশ সময় : ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।