ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

মোবাইলে ছবি তোলায় সালমানের ওপরও নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ৭, ২০১৫
মোবাইলে ছবি তোলায় সালমানের ওপরও নিষেধাজ্ঞা সালমান খান

একবার নয়, সালমান খানের আগামী ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র স্থিরচিত্র ফাঁসের ঘটনা ঘটেছে দু’বার। এ কারণে ভীষণ ক্ষেপেছেন পরিচালক সুরজ বরজাতিয়া।

তাই দৃশ্যধারণ চলাকালে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, কলাকুশলীদের মধ্য থেকেই একজনকে বিশ্বাসঘাতক মনে করছেন পরিচালক। এ কারণেই কারজাতে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কেউ ক্যামেরা চালু অবস্থায় কোনো ছবি তুলতে পারবেন না। এমনকি সালমানকেও ছবি না তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে। এতে সালমানের নায়িকা সোনম কাপুর।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।