ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

শ্রাবণ্যর হ্যাটট্রিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, সেপ্টেম্বর ৫, ২০১৫
শ্রাবণ্যর হ্যাটট্রিক! শ্রাবণ্য তৌহিদা / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ক্রিকেট ম্যানিয়া’য় ক্রিকেটারদের খেলা নিয়ে সঞ্চালনা করেন, হ্যাটট্রিক নিয়েও কথা বলেছেন। এবার অভিনয়ের ময়দানে হ্যাটট্রিক করলেন শ্রাবণ্য তৌহিদা।

আসন্ন কোরবানির ঈদের তিনটি নাটকে দেখা যাবে তাকে।

এর মধ্যে ‘কোকিল ও কাকতালীয়’ পরিচালনা করেছেন মুসাফির সৈয়দ। এতে শ্রাবণ্যর সহশিল্পী তিশা ও আরজে সাব্বির। শহীদ-উন-নবী পরিচালিত ‘ছায়া সত্য’তে তাকে পাওয়া ডনের প্রেমিকার চরিত্রে। এখানে তার সহশিল্পী রিয়াজ ও শহিদুল আলম সাচ্চু। এ দুটি কাজ হয়ে গেছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর শ্রাবণ্য অভিনয় করবেন আরেকটি নাটকে। অঞ্জন আইচের পরিচালনায় এতে তার সহশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও ইরফান সাজ্জাদ।

এক ঈদের তিনটি নাটকে অভিনয় প্রসঙ্গে শ্রাবণ্য বাংলানিউজকে বললেন, ‘অল্প ক’দিন হলো অভিনয় শুরু করেছি। এরই মধ্যে নির্মাতারা আমার প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলে ভালো লাগছে। আর ঈদ উৎসবে তিন-তিনটি কাজ করতে পারায় আমি আনন্দিত। ’

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।