ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাবি কালচারাল সোসাইটির উপদেষ্টা নওশাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, সেপ্টেম্বর ৫, ২০১৫
ঢাবি কালচারাল সোসাইটির উপদেষ্টা নওশাবা নওশাবা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়েছেন নওশাবা। সম্প্রতি নতুন একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

নাম- ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি। সংগঠনটির ছাত্র-উপদেষ্টার আসনে বসানো হয়েছে তাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা বর্তমানে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের নিয়েই এ সংগঠন। সংগঠনের ছাত্র উপদেষ্টা হিসেবে নওশাবার কাজ হবে যারা বিকল্প পেশায় আসতে চায়, সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হতে চায়; তাদেরকে পরামর্শ দেওয়া, উৎসাহিত করা। তিনি বলছেন, ‘তাদের সঙ্গে এসব নিয়ে এখনও আমার বসা হয়নি। সময়ের অভাবে বিস্তারিত পরিকল্পনা ভাগাভাগি করতে পারছি না। তবে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার আগে, যারা উদ্যোগ নিয়েছেন, তারা আমাকে জানিয়েছিলেন তাদের পরিকল্পনার কথা। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। ’

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির ছাত্র-উপদেষ্টার আসনে নওশাবার পাশাপাশি আরও আছেন অভিনেতা নিরব, সংবাদ পাঠিকা-গায়িকা লোপা হোসেইন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।