ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

হজে গেলেন তাহসান, সঙ্গে মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, সেপ্টেম্বর ৩, ২০১৫
হজে গেলেন তাহসান, সঙ্গে মা তাহসান রহমান খান/ ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সংগীতশিল্পী তাহসান। একা নয়, সঙ্গে আছেন তার মা।

মাকে নিয়ে হজ পালন করবেন, এমন ইচ্ছা ছিলো তাহসানের। গত ঈদের পর থেকেই ভিসা আবেদনসহ আনুষাঙ্গিক কাজকর্ম গুছিয়ে আনছিলেন একটু একটু করে।

অবশেষে বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মা-ছেলে। জানা গেছে, সেখানে তারা অবস্থান করবেন ২৭ দিন। হজের আনুষ্ঠানিকতা শেষ করে ৩০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন/

** হজে যাবেন তাহসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।