ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

নিলামে জোলির স্পর্শকাতর ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, সেপ্টেম্বর ২, ২০১৫
নিলামে জোলির স্পর্শকাতর ছবি অ্যাঞ্জেলিনা জোলি

নিলামে উঠলো অ্যাঞ্জেলিনা জোলির দুটি স্পর্শকাতর ছবি। লন্ডনের ‘জেব্রা ওয়ান গ্যালারি’ নিলাম ঘরে তোলা হয়েছে ছবি দুটি।

যার বিক্রয় মূল্য ধরা হয়েছে ১৮০০ পাউন্ড। আজ থেকে বিশ বছর আগে তোলা হয়েছিলো স্থিরচিত্র দুটি।

১৯৯৫ সালে ছবিটি তুলেছিলেন কেট গার্নার নামে এক আলোকচিত্রী। ছবিতে দেখা যাচ্ছে, অনাবৃত জোলির দুটি পা বাঁধা একটি কালো ফিতা দিয়ে। সাদাকালো ফ্রেম থেকেও চোখে অদ্ভুত মাদকতাময় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। এর পাশাপাশি বিক্রি হচ্ছে তার আরও একটি ছবি। সে ছবি তার মুখের ক্লোজআপ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।