ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমিককে নিয়ে রোমে পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, সেপ্টেম্বর ১, ২০১৫
প্রেমিককে নিয়ে রোমে পরিণীতি মণীশ শর্মা ও পরিণীতি চোপড়া

তাদের সম্পর্ক জোড়া লেগেছে বেশিদিন হয়নি। আর এর মধ্যেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রেমিক মণীশ শর্মার সঙ্গে ভ্রমণ করে এসেছেন রোম।

পরিচালক মণীশের আগামী ছবি ‘ফ্যান’-এর শুটিং আপাতত বন্ধ রয়েছে। কারণ ছবির অভিনেতা শাহরুখ খান এখন ব্যস্ত সময় পার করছেন রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবির কাজ নিয়ে।

এছাড়া ‘কিল দিল’ ছবির পর তেমন কোনোও কাজ আসেনি ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে। আর এই ফাঁকে নিজেদের সম্পর্কটাকে গড়েপিটে নিচ্ছেন তারা। তাই ইউরোপে একসঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটিয়ে আসলেন দু’জনে। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে, তারা একসঙ্গে থাকার পরিকল্পনাও করছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।