বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অর্জন অনেক। এবার তাকে পাওয়া যাবে গানে, মডেল হিসেবে।

সোমার দ্বিতীয় একক অ্যালবাম ‘যদি সন্ধ্যা নামে’তে থাকবে এই গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিক শামস। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।
জানা গেছে, ‘এই আমি নেই’ গানের পুরো ভিডিও মুক্তি পাবে ঈদুল আজহায়। এতে কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানেও দেখা যাবে আশরাফুলকে।
* ‘এই আমি নেই’ গানের ভিডিওর অংশবিশেষ :
বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ