ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

মিউজিক ভিডিওতে আশরাফুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, আগস্ট ৩১, ২০১৫
মিউজিক ভিডিওতে আশরাফুল মোহাম্মদ আশরাফুল/ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অর্জন অনেক। এবার তাকে পাওয়া যাবে গানে, মডেল হিসেবে।

প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। ইউটিউবে এর প্রোমো ছাড়া হয়েছে গত ২৮ আগস্ট।

‘এই আমি নেই’ শিরোনামের গানটি গেয়েছেন সোমা রহমান। আশরাফুলের সঙ্গে তিনিও আছেন ভিডিওতে। এর নির্দেশনা দিয়েছেন আলি আফরোজ অর্ণব, চিত্রগ্রহণ আর সম্পাদনাও তারই।

সোমার দ্বিতীয় একক অ্যালবাম ‘যদি সন্ধ্যা নামে’তে থাকবে এই গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিক শামস। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

জানা গেছে, ‘এই আমি নেই’ গানের পুরো ভিডিও মুক্তি পাবে ঈদুল আজহায়। এতে কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানেও দেখা যাবে আশরাফুলকে।

* ‘এই আমি নেই’ গানের ভিডিওর অংশবিশেষ :


বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।