ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

যাদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, আগস্ট ২৯, ২০১৫
যাদের শুভেচ্ছা জানালেন শাহরুখ শাহরুখ খ‍ান

কোনোও নবাগত অভিনেতা-অভিনেত্রীর প্রথম ছবি মুক্তির আগে সবচেয়ে বেশি প্রয়োজন কীসের? উত্তর হলো মনোবল। আর সেই মনোবল দিতে যদি পাশে দাঁড়ান বলিউড বাদশা নিজেই? তা হলে তো কথাই নেই।

এমনটাই হয়েছে ‘হিরো’ ছবি মুক্তির আগে সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ও আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে।

সম্প্রতি শাহরুখ খ‍ান তাদের শুভ কামনা জানিয়েছেন। তাদের শুভেচ্ছা জানিয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ‘আমি নিশ্চিত যে, তোমরা তোমাদের বাবাদের গর্বিত করবে। ’

১৯৮৩ সালে সুভাষ ঘাইয়ের ‘হিরো’র রিমেক করেছেন পরিচালক নিখিল আদভানি। ছবিটি প্রযোজনা করছেন সালমান খান। এটি মুক্তি পাবে আগামী ১১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।