ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

হরভজন-গীতার বিয়ে অক্টোবরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, আগস্ট ২৩, ২০১৫
হরভজন-গীতার বিয়ে অক্টোবরে হরভজন সিং ও গীতা বাসরা

খুব বেশি আর দেরি নেই, ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন গীতা বাসরা। চলতি বছরের ২৯ অক্টোবর এক হয়ে যেতে পারে তাদের চার হাত।

 

জানা গেছে, ভারতের জালান্ধার থেকে ২০ কিলোমিটার দূরে ফাগওয়ারায় হিন্দু রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার এবং বলিউড তারকাদের দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে অক্টোবরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি২০, পাঁচটি ওয়ানডে, চারটি টেস্ট ম্যাচ সিরিজ শুরু করবে ভারত। এতে হরভজন যদি খেলার সুযোগ পান তাহলে বিয়ের দিনক্ষণ পাল্টাবেন তিনি।

সম্প্রতি ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির প্রচারণার সময় গীতা জানান, চুপিচুপি বিয়ে করার পরিকল্পনা নেই তার। পাঞ্জাবি রীতিতে ধুমধাম আয়োজনে বিয়ে করতে চান ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।