ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

অন্যরকম এক বিজ্ঞাপনে মাশরাফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, আগস্ট ২২, ২০১৫
অন্যরকম এক বিজ্ঞাপনে মাশরাফি মাশরাফি বিন মর্তুজা

বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার অন্যরকম এক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

শারীরিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ফিজিক্যাল ডিজঅ্যাবল ক্রিকেট দলের প্রচারণামূলক এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মাশরাফি। এতে দেখা যাবে, শারীরিকভাবে পিছিয়ে পড়া ক্রিকেটারদের চাঙা রাখতে তাদের নানাভাবে উৎসাহিত করছেন তিনি। ব্যানভ্যান বিজ্ঞাপন সংস্থার ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মাকমুদ সোহেল।

আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ জাতির ডিজঅ্যাবল ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে তৈরি হয়েছে এটি। আইসিআরসি ও বিসিবির তত্ত্বাবধানে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ডিজঅ্যাবল ক্রিকেট টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।