ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

অন্যের সুরে অঞ্জন দত্তের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, আগস্ট ২১, ২০১৫
অন্যের সুরে অঞ্জন দত্তের গান অঞ্জন দত্ত/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়ি বছরেরও বেশি সময় ধরে গান-বাজনা করছেন, এবারই প্রথম অন্য কোনো সংগীত পরিচালকের সুরে গান গাইলেন অঞ্জন দত্ত। ওপার বাংলার ছবি ‘সাহেব বিবি গোলাম’-এ থাকছে এটি।

এর কথা লিখেছেন ও সুর করছেন অনুপম রায়। গানটির শিরোনাম ‘তোমার শহরে’।

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন অঞ্জন দত্ত। তার চরিত্রটি এক পেশাদার খুনির। ঋত্বিক চক্রবর্তী আছেন ট্যাক্সিচালকের ভূমিকায়। স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে গৃহবধূ হিসেবে।

ছবির নাম ‘সাহেব বিবি গোলাম’ হলেও এর সঙ্গে বিমল মিত্রের কোনো সম্পর্ক নেই বলে জানালেন পরিচালক প্রতীম ডি গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।