ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমিকের মুখে দীপিকার প্রশংসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, মে ১১, ২০১৫
প্রেমিকের মুখে দীপিকার প্রশংসা রণবীর সিং ও দীপিকা পাড়ৃকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর অভিনেতা রণবীর সিং একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে এ খবর নতুন নয়। এবার প্রেমিকা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর।

 

 

গত ৮ মে মুক্তি পেয়েছে ‘পিকু’ আর সেই ছবিতে দীপিকার অভিনয় দেখে তার এতটাই ভালো লেগেছে যে তিনি বলেই ফেললেন, পিকু’ ছবিতেই নাকি ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন দীপিকা।  

 

ছবিটি দেখে রণবীর তার টুইটারে লিখেছেন, ‘দীপিকার ক্যারিয়ারের সেরা ছবি। ’ তিনি আরও লিখেছেন, ‘আমি কিন্তু কোনও অবস্থাতেই পক্ষপাতিত্ব করছি না। ’ সঙ্গে অমিতাভ বচ্চন, ইরফান খান এবং সকলের কথাও বলেছেন।  

 

রণবীর সিং এখন ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া।  

 

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১১, ২০১৫

বিএসকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।