ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

নবীন অভিনেতা সায়েম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ১১, ২০১৫
নবীন অভিনেতা সায়েম আর নেই সায়েম সাদাত

এয়ারটেল নিবেদিত ‘ভালোবাসা ১০১’ এবং ‘ভিটামিন টি’ নামে দুটি টেলিছবিতে কাজ করে আলোচনায় আসেন নবীন অভিনেতা সায়েম সাদাত। ১০ মে রাত ৩টায় তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

শোবিজে ক্যারিয়ারের বয়সও খুব বেশি দিন হয়নি। সব গুছিয়ে অ‍াসার আগেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত। ‘ভালোবাসা ১০১’-এর নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আমার ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’ ও নতুন ছবি ‘আইসক্রিম’ ছবিতেও কাজ করেছিলেন। নতুন এই ছবিটির শুধু ডাবিং করা বাকি আছে। ’

জানা গেছে, এই অভিনেতা চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১১ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।