ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

আমিন খান ও বাঁধনের ‘সারপ্রাইজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, মে ১১, ২০১৫
আমিন খান ও বাঁধনের ‘সারপ্রাইজ’ নাটকের সেটে (বাঁ থেকে) বাঁধন ও আমিন খান

আমিন খান গরিব ঘরের সন্তান। আর বাঁধন ধনীর দুলালি।

তারপরও সব বাধা দূর করে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু বাঁধন আবিষ্কার করেন ভিন্ন এক আমিন খানকে। তার সঙ্গে আরও একটি মেয়ের সম্পর্ক আছে। পরিবারের আড়ালে তাকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন ছিল বাঁধনের। এমন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সারপ্রাইজ’।

সোহেল রানার রচনায় এটি পরিচালনা করেছেন তারেক মিয়াজী। এ নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বাংলানিউজকে বলেন, ‘নাটকের রহস্য দর্শকদের ভিন্ন আনন্দ দিবে। আমরা অনেক সময় না বুঝেই ভালোবাসার মানুষকে সন্দেহ করি যা ঠিক নয়। আশা করি নাটকটি দর্শক উপভোগ করবেন। ’

নাটকটি ঈদে যে কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ১১ মে, ২০১৫
এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।