ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ফ্রিদার ‘জাঙ্গল বুক: অরিজিনস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মে ১০, ২০১৫
ফ্রিদার ‘জাঙ্গল বুক: অরিজিনস’ ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো

ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। এবার ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিতব্য ‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবিতে অন্তর্ভুক্ত হলেন ফ্রিদা।

তিনি অ্যান্ডির পরিচালনায় ‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবিতে অভিনয় করছেন। ছবিটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অ্যান্ডি।

অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসিধর্মী হলিউডের এই ছবিতে ক্রিশ্চিয়ান বেল, বেনেডিক্ট কাম্বারব্যাচ, নাওমি হ্যারিসের মতো তারকাদের সঙ্গে অভিনয় করবেন ফ্রিদা। তবে এর আগে ফ্রিদা এরপর উডি অ্যালেনের ‘ইউ উইল মিট আ টল ডার্ক স্ট্রেঞ্জার’, জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপস’সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন।

প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের গল্প অবলম্বনে নির্মিতব্য ছবিটিতে ফ্রিদা কী ধরনের চরিত্রে অভিনয় করবেন তা অবশ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডেডলাইন ডটকম।

‘জাঙ্গল বুক: অরিজিনস’ ছবি পরিচালনার পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনাও করছেন অ্যান্ডি সারকাস। জানা যায়, যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ৬ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ১০ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।