এক প্রেমিকা নিয়ে অনেকে হিমশিম খেলেও অভিনেতা আরফান নিশোর জীবনে আসে তিন প্রেমিকা। তারা হলেন টয়া, পিয়া বিপাশা ও তানজিন তিশা।


৯ মে উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রভা ও মুনিরা মিঠু। এ নাটকটি নিয়ে পরিচালক নীল বাংলানিউজকে বলেন, ‘এ নাটকের গল্পটা বেশ মজার।


খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘পেন্ডলাভ’।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১০ মে, ২০১৫
এমকে/