ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘শ্যামা’ নিয়ে ওপারে ওয়ার্দা রিহাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, মে ৮, ২০১৫
‘শ্যামা’ নিয়ে ওপারে ওয়ার্দা রিহাব নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’ নিয়ে ওপার বাংলায় গেলেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। তিনি নিজের দল ধৃতি নর্তনালয়কে নিয়ে আগামী ১০ মে কলকাতার রবীন্দ্র সদনে এটি পরিবেশন করবেন।



গত ৭ মে নাচের দলটির ২৫ জন সদস্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবেশনা শেষে দলটি দেশে ফিরবে ১১ মে। ওয়ার্দা জানান, আগামী ১৩ মে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ‘শ্যামা’র প্রদর্শনী হবে জাতীয় জাদুঘর মিলনায়তনে।

‘শ্যামা’য় এক রাজনর্তকীর আত্মকাহিনী তুলে ধরা হয়েছে। শ্যামা চরিত্রের মধ্যে নারীর জটিল মনস্তত্ব ফুটিয়ে তুলেছেন কবিগুরু।

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, মে ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।