ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

আজ পরীমনির বিয়ে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, মে ৮, ২০১৫
আজ পরীমনির বিয়ে! পরীমনি ও আরজু

গায়ে বেনারসি শাড়ি। মাথায় টিকলি।

নাকে নোলক। হাতে আংটি। কবজিতে জরি। গলায় সোনার হার। সব মিলিয়ে নববধূর সাজে পরীমনি। বিয়ের মঞ্চে কনে সেজে বসে আছেন তিনি। বরের সাজে তার পাশে বসা আরজু। তাকেই বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে বাস্তবে নয়। এটি ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির দৃশ্য।  

গাজীপুরের খতিব খামার বাড়িতে ছবিটির দৃশ্যধারণ চলছে। এটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে এর দ্বিতীয় পর্যায়ের কাজ হবে ১০ মে পর্যন্ত। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।

ছবিটি নিয়ে পরীমনি বাংলানিউজকে বলেন, ‘গ্রামের চেয়ারম্যান ও নাপিতের ছেলের শত্রুতাকে ঘিরেই সাজানো হয়েছে ছবিটির গল্প। আমাকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ের চরিত্রে। শুধু কনে নয়, কাহিনীর প্রয়োজনে একটি দৃশ্যে নকল গোঁফ লাগিয়ে ছেলে সেজেও অভিনয় করেছি। ’

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।