ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

রবীন্দ্র-পুরস্কার পেলেন সাদী মহম্মদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মে ৭, ২০১৫
রবীন্দ্র-পুরস্কার পেলেন সাদী মহম্মদ সাদী মহম্মদ

জীবনের বেশিরভাগ সময় রবীন্দ্রসংগীত নিয়েই কাটাচ্ছেন শিল্পী সাদী মহম্মদ। এর স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার পেলেন তিনি।

এ ছাড়া পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক সনৎকুমার সাহা।  

 

আগামী ১০ মে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।  

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতায় রবীন্দ্র বিষয়ক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক হায়াৎ মামুদ।

 

এখানে আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রকবিতার আবৃত্তি পরিবেশন করবেন।

 

বাংলাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা, মে ৭, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।