ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

রিয়ান্না যেন হলুদিয়া পাখি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ৫, ২০১৫
রিয়ান্না যেন হলুদিয়া পাখি! রিয়ান্না

চোখধাঁধানো আর বিতর্কিত ডিজাইনের পোশাক পরে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন রিয়ান্না। এবার হলদে রঙা ঢাউস গাউন পরে আলোচিত হলেন ২৭ বছর বয়সী এই বারবাডোজের গায়িকা।

 

গত ৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেট গালায় রিয়ান্নাকে দেখে মনে হচ্ছিলো যেন হলুদিয়া পাখি! চারদিকে পশমের আবরণ, সোনালি সূতার কাজ এবং বাহারি ডিজাইনের ফুল দিয়ে তৈরি করা হয়েছে গাউনটি।  

এবারের মেট গালার প্রতিপাদ্য ছিলো ‘চায়না: থ্রো দ্য লুকিং গ্লাস’। তাই অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে রিয়ান্নার গাউনটি মিলে গেছে। কারণ এটি তৈরি করেছেন চীনা ডিজাইনার গু পেই।  

মজার ব্যাপার হলো, গাউনটি পরে লালগালিচায় চলাফেরা করতে হিমশিম খেয়েছেন রিয়ান্না। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় তার গাউনের পেছনের অংশ ধরে তুলে দিতে হয়েছে কয়েকজন নিরাপত্তারক্ষীকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ৫, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।