ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

দিলরুবা লতিফের ‘পেইন্টেড লাভ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মে ৪, ২০১৫
দিলরুবা লতিফের ‘পেইন্টেড লাভ’

আঁলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হলো শিল্পী দিলরুবা লতিফ রোজীর তৃতীয় একক জলরং চিত্র প্রদর্শনী ‘পেইন্টেড লাভ’। এতে শিল্পীর সাম্প্রতিক কালের আঁকা ৪০টি চিত্রকর্ম রয়েছে।



আজ সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টায় এর প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনিই ছিলেন প্রধান অতিথি। বরেণ্য শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প সমালোচক অধ্যাপক মঈনুদ্দীন খালেদ। আঁলিয়স ফ্রঁসেজের পরিচালক ব্রুনো প্লাস অতিথিদের স্বাগত জানান।

শিল্পী দিলরুবা লতিফ ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরের বছর ঢাকায় তৎকালীন শেরাটন হোটেলের গ্যালারিতে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। দ্বিতীয়টি হয়েছে দেশের বাইরে, নরওয়ের অসলোতে। এ ছাড়া তিনি গত বছর গ্যালারি চিত্রকে জাপান বাংলাদেশ যৌথ চিত্রকলা প্রদর্শনীর পাশাপাশি দেশ-বিদেশে অনেক যৌথ চিত্রকলা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। দিলরুবা ছবি আঁকেন নানা মাধ্যমে ও প্রকরণে। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে উর্ধ্বতন শিল্পনির্দেশক হিসেবে কর্মরত আছেন।

‘পেইন্টেড লাভ’ প্রদর্শনী চলবে ১২ মে পর্যন্ত। সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, মে ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।