ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

মুক্তিযুদ্ধের সৈনিক দিলারা জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, মে ৪, ২০১৫
মুক্তিযুদ্ধের সৈনিক দিলারা জামান দিলারা জামান

ভদ্রমহিলার বয়স ষাট পেরিয়েছে। তাকে সবাই মুক্তিযুদ্ধের সৈনিক হিসেবে জানেন।

তিনি প্রায়ই একটি বাড়িতে যান। সমস্যা হলো ওই বাড়ির সদস্যদের অনেকে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছিলো। এটি ‘ছায়াশরীর’ টেলিছবির গল্প। এতে ষাটোর্ধ্ব নারীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান।

এটি লিখেছেন হারুন রশীদ, পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে আরও অভিনয় করেছেন সাহানা সুমী, মোহাম্মদ বারী, হারুন রশীদ, মিশু চৌধুরী, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল শিশির, সুকর্ণ হাসান, আবু সুফিয়ান বিপ্ল¬ব, মিন্টু সরদার প্রমুখ। এর আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

চ্যানেল আইয়ে আগামী ৬ মে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবিটি।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
এমকে/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।