ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

বাবাকে নিয়ে হৃদি হকের নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মে ৪, ২০১৫
বাবাকে নিয়ে হৃদি হকের নাটক ড. ইনামুল হক ও হৃদি হক

আগামী ২১ জুন বাবা দিবস। এ উপলক্ষে একটি নাটক পরিচালনা করলেন হৃদি হক।

নাম ‘বাবা’। এটা তারই লেখা। এতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন হৃদির বাবা ড. ইনামুল হক। এ ছাড়াও আছেন সানজিদা প্রীতি, তানজিকা ও আফরান নিশো।

গল্পে দেখা যাবে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন তানজিকা ও নিশো। প্রতিষ্ঠানটির সাজসজ্জা অন্যান্য অফিসের চেয়ে ভিন্ন। সহকর্মীদের মধ্যেও রয়েছে দারুণ মিল। এতোকিছুর পরও বাবাকে নিয়ে ঘটে অন্যরকম ঘটনা।

নাটকটি নিয়ে তানজিকা বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম ঐন্দ্রিলা। অভিনয়টা উপভোগ করেছি। আর নিশোর সঙ্গে এর আগেও কাজ করেছি। ’

সম্প্রতি উত্তরায় এমনই একটি নাটকের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ৪, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।