ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

মায়ের গান নিয়ে শিশুশিল্পী সুহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, মে ৩, ২০১৫
মায়ের গান নিয়ে শিশুশিল্পী সুহা স্টুডিওতে ভয়েস দিচ্ছেন শিশুশিল্পী সুহা

বড়দের পাশাপাশি সম্ভাবনাময় শিশুশিল্পীরাও ভালো গান করছে। নয় বছরের প্রতিভাবান শিশুশিল্পী সুহা এবার একটি একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন।

নাম ‘ছোটো পাখি’। আগামী ৮ মে সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইয়িদ, সামিনা চৌধুরী এবং চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। মা দিবসকে ঘিরে করা এ অ্যালবামে মোট গান থাকছে ৯টি। সঙ্গীতা থেকে বাজারে আসছে এ অ্যালবামটি।

অ্যালবামের গানগুলো লিথেছেন ড. সোহানা আহমেদ, কবি বিপ্লব, মাহবুবুল আলম চৌধুরী ও তানভীর আলম সজীব। গানগুলোর সঙ্গীতায়োজনও করেছেন সজীব।

এছাড়া ড. সোহানার লেথা ‘মা’ গানটি নিয়ে বানানো হয়েছে একটি মিউজিক ভিডিও। গানটির কথা হচ্ছে ‘মায়ের ভালোবাসা বিনা অসম্ভব এ জীবন‘।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে/






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।