ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

জিয়া খানের সুরে বালামের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, মে ৩, ২০১৫
জিয়া খানের সুরে বালামের গান স্টুডিওতে বালাম ও জিয়া খান

সংগীতশিল্পী বালাম সাধারণত অন্যের সুরে গান করেন না। তবে এবারে একটি মিশ্র অ্যালবামের গানে জিয়া খানের সুরে একটি মেলোরক গানে কন্ঠ দিলেন।

২মে বালামের ধানমন্ডির নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছে কলকাতার সৌমিক দাস। গানের কথা হচ্ছে ‘কাক ভেজা বৃস্টি মাখতে মাখতে, বুকে ভাসে নৌকো আমার..তোমায় ছাড়া বাচবোনা..তুমি ফিরে এসো আবার...। ’

গানটি নিয়ে জিয়া খান বাংলানিউজকে বলেন, ‘দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে করা আমার নতুন মিশ্র অ্যালবামের কাজ করছি। এর আগে কলকাতার রকস্টার রুপম এবং রাগভ চ্যাটার্জী গান করার পর আজ আমাদের রকস্টার বালাম আমার সুরে একটা গানে ভয়েজ দেন। বালাম আমার পুরোনো ভাইবন্ধু হলেও সাধারনত কারো সুর বা মিউজিকে গান করেনা। আমার টিউন ও মিউজিক তার খুব ভাল লাগায় এই প্রথম অন্যের সুরে গাইতে আগ্রহ দেখালো। গানটি ভালো হয়েছে। ’

৩ মে রাত ১১টায় এনটিভির মিউজিক জ্যাম অনুষ্ঠানে এ গানটি দেখানো হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।