ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

অরিন-মিলনের ‘মায়ার আদর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মে ৩, ২০১৫
অরিন-মিলনের ‘মায়ার আদর’ মিলন ও অরিন

শিল্পী মিলনের প্রথম একক অ্যালবামের ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামের গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়। এই গানের জনপ্রিয়তার পর শিল্পী অরিনের সাথে ‘মায়ার আদর’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন মিলন।

এবার এ গানের মিউজিক ভিডিও দেখতে পাবেন দর্শকরা।

সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে আসা জিয়াউদ্দিন আলমের কথা ও আয়োজনে মিশ্র অ্যালবাম ‘কিছু স্বপ্ন’ অ্যালবামে রয়েছে এ গানটি। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। এরইমধ্যে ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। গানে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী অরিন ও মিলনকে।

ভিডিওটি নিয়ে নির্মাতা জিয়াউদ্দিন আলম বাংলানিউজকে বলেন, ‘ জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এ গানটির ভিডিওটি পরিচালনা করি আমি। আর সম্পাদনায় ছিলেন সোহাগ। আশা করি, গানটির ভিডিও দর্শক-শ্রোতারা পছন্দ করবেন। ’

খুব শিগগিরই ‘মায়ার আদর’ গানটির ভিডিও টিভি চ্যানেল,ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা যায়।

* মিলনের কন্ঠে ‘সখী ভালোবাসা কারে কয়’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ৩ মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।