ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

জহির রায়হানের ‘ভাঙচুর’ দিয়ে শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, এপ্রিল ২৮, ২০১৫
জহির রায়হানের ‘ভাঙচুর’ দিয়ে শুরু মাজনুন মিজান ও গোলাম ফরিদা ছন্দা

বিটিভিতে একসময় গল্প থেকে নাটক প্রচার হতো নিয়মিত। মাঝে অনেকদিন বন্ধ থাকার পর এটি আবার শুরু হচ্ছে।

প্রথমেই থাকছে ‘হারানো বলয়’ নামের একটি নাটক। এটি তৈরি হয়েছে জহির রায়হানের ছোটগল্প ‘ভাঙচুর’ অবলম্বনে।

এতে জহির চরিত্রে মাজনুন মিজান আর টুনুর ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। এর নাট্যরূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন, প্রযোজনায় জয়নাল আহমেদ। আগামী ৯ মে রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে মাজনুন মিজান বাংলানিউজকে জানান, এটি মূলত প্রেমের গল্প। এখানে জীবনটাকে শৈশব, যৌবন ও বৃদ্ধকাল, এই তিনটি ভাগে দেখানো হয়েছে। যৌবন ও বৃদ্ধ জহির চরিত্রে দর্শকরা তাকে দেখবেন।

বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।