ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

শিরোনামহীনের দুই দশক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, এপ্রিল ২৮, ২০১৫
শিরোনামহীনের দুই দশক ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিরোনাম ব্যান্ডের শুরুটা হয় ১৯৯৬ সালের পহেলা বৈশাখ। এ বছর জনপ্রিয় ব্যান্ডটির দুই দশক পূর্তি হলো।

ওইদিন রাজধানীর কলাবাগান মাঠে তারা উদাপন করেন ২০তম জন্মদিন। আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবে এই ব্যান্ড।

শিরোনামহীনের বেজ গিটারিস্ট ও দলপ্রধান জিয়া বাংলানিউজকে বলেন, ‘আমরা পহেলা বৈশাখে শ্রোতাদের সঙ্গেই ছিলাম। এরপর মাঝে তেমন কোনো উদযাপন না করা হয়নি। আমাদের ২০তম জন্মদিন উপলক্ষে এবার টিভিতে কনসার্ট করতে যাচ্ছি। ’

গত ২০ বছরে শিরোনামহীন প্রকাশিত অ্যালবামগুলো হলো : জাহাজী (২০০৪), ইচ্ছে ঘুড়ি(২০০৬), বন্ধ জানালা ২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০), স্বনামে শিরোনামহীন (২০১৩)।

শিরোনামহীনের বর্তমান লাইনআপ : জিয়া (বেজ গিটার), তুহিন (কণ্ঠ), দিয়াত (গিটার), শাফিন (ড্রামস) এবং রাসেল (কিবোর্ড)।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।