ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় নাট্যনির্মাতা আকা রেজা গালিব পরিচালনা করতে যাচ্ছেন তার প্রথম ছবি ‘কালের পুতুল’। এতে অভিনয় করবেন রিয়াজ, বন্যা মির্জা ও ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে আসা জান্নাতুন নূর মুন।
বাইরের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সাসপেন্স থ্রিলার ধাঁচের ছবিটির চিত্রনাট্য লিখেছেন প্রাচ্যনাটের নাসিফুল ওয়ালিদ। এর গল্প দশটি চরিত্রকে ঘিরে

আগামী মাসের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। টানা ১৫ দিন পুরো কাজটাই হবে বান্দরবানে।
ছবিটিতে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাজী রাকায়েত, শাহেদ আলী, ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ প্রতিযোগিতা থেকে আসা আরিফ অর্ক। আরও একজন নায়িকা দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।
* (পাশের ছবিতে আকা রেজা গালিব)
বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জেএইচ