ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

তানজিন তিশা যেখানে রিচির মেয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, এপ্রিল ২৭, ২০১৫
তানজিন তিশা যেখানে রিচির মেয়ে রিচি সোলায়মান ও তানজিনা তিশা

রিচি সোলায়মান ও তানজিনা তিশা দুই প্রজন্মের দুই অভিনেত্রী। তারা এবার অভিনয় করলেন মা- মেয়ের চরিত্রে।

মা দিবসে প্রচারের জন্য নির্মিত নাটকটির নাম ‘আপন কথা’। লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

সম্প্রতি উত্তরা ও আশুলিয়ার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও রবিন।

‘আপন কথা’ প্রসঙ্গে রিচি বংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মাধবী। তার মেয়ের নাম রূপা। মা ও মেয়ের গল্পটা দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি। ’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিজীবনে আমি এক সন্তানের মা। আমার ছেলে স্কুলে যেতে শুরু করেছে। মা হওয়ার অনুভ‚তি সবসময়ই বিশেষ ব্যাপার। অভিনয়ের সময়ও এটা উপলব্ধি করেছি।

আগামী মাসের প্রথম রোববার মা দিবস উদযাপন করা হবে। ওইদিন এনটিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।