ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

আমেরিকায় যেমন আছেন মোনালিসা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, এপ্রিল ২৭, ২০১৫
আমেরিকায় যেমন আছেন মোনালিসা মোনালিসা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা এখন আমেরিকায়। দেশের পিছুটান ছেড়ে মার্কিন মুলুকে স্থায়ী হয়েছেন তিনি।

নতুনভাবে জীবনকে সাজিয়েছেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে বাংলা টিভি চ্যানেল টাইম টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও পরিচালক পদে দায়িত্ব পালন করছেন তিনি।  

 

মোনালিসা বাংলানিউজকে বলেন, ‘আমি আমার মতো করে বেশ ভালোই আছি এখানে। চাকরির পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গাগুলো ঘুরে দেখছি। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম উৎসবে অংশ নিলাম। সময় হলেই দেশে ফিরবো। বাংলাদেশের অনেককে মিস করি। নাম বলে শেষ করা যাবে না। ’

 

সর্বশেষ গত বছর মাসুদ সেজানের পরিচালনায় ‘সুখটান’ নাটকে অভিনয় করেন মোনালিসা। এতে তার সহশিল্পী হিসেবে ছিল মোশাররফ করিম। নাটকটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়।

 

ব্যক্তিজীবনে প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবীরের সঙ্গে ঘর বেঁধেছিলেন মোনালিসা। কিন্তু বিয়েটা টেকেনি।

 

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।